আজ হেরেছি বলে কী,
     আমি কাল জিতব না।


হেরে গিয়েও কখনো,
                আমি ভয় পাব না।


মনে যদি থাকে ভয়ের ভান্ডার,
সম্মুখীন হবে তুমি হার ও হাজার।।


হেরে গিয়ে কভু হটোবো না পিছু,
হোক না তাতে মাথা যতই নিছু।।


হারতে হারতে হাজার বার হারব,
আশে বাধি বুক, কোন একদিন তো জিতব।।


ভয় আমি কত পাব,
   একদিন ঠিকই জিতবো।।


না হেরে জিতেছে কে কবে,
কেবল হারিলেই জেতার আনন্দ পাবে।।