মৃত্যু
হাজ্জাজ ফকির


মহাবিশ্বে আতঙ্কিত মানব মৃত্যু মহাপ্রলয় মহামারী করোনার ভয়।
করোনা ঝড়ে কাঁপছে হৃদয়
প্রতিদিনই চলছে মৃত্যুর মিছিল।


মৃত্যুর শোকে অশ্রুনেত্র ভাসছে
ব্যস্ত পৃথিবীর ব্যস্ত মানব সর্ব শান্ত।


রঙিন চশমার ফ্রেমে ভয়হীন পাপ
পাপতাপে পাপিষ্ঠ সাজানো রংমহল
হৃদ বক্ষ করেছ রুক্ষ মরুভূমি।


বজ্রপাত আঁকাশ বাতাশ হুংকার ভূমি কম্পন নহে স্হীর,
আদম হয়ে দাম্ভিকতার প্রবল আঘাত
বাহু শক্তির বিস্তার দুর্বলকে অত্যাচার
স্রষ্টাকে ভুলে অন্যায় অবিচার ভ্যবিচারে লিপ্ত হৃদয় করেছ কলুষিত।


আঘাত হানিয়াছ আল্লাহর ঘরে
অবমাননা করেছ মুহাম্মদ (সাঃ) কে,
রক্ত স্রোতে ভাসিয়েছ ভূমি
নিষ্পাপ আল্লাহ ভিরু মুসলিম উম্মতকে।


মুক্তির পথে হাকিয়াছে সুপ্ত দিশারি কালেমার নিশান উড়াতে উড়াতে
সত্য বানীর পথ যাত্রী নির্ভয়।


মৃত্যু লাশে নিত্যবেলায় পার হচ্ছে দিন
মৃত্যু ধ্বংসে জনমানব শূন্য।