ব্যথিত হৃদয়
হাজ্জাজ ফকির
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আততায়ীর রক্তচক্ষু প্রস্থান করেছি
নীরব ক্ষত বক্ষে বহ্নি সয়েছি উর্ধ গগনে রবি ছড়াতে,
নিশ্চুপ সব বিশ্বব্রহ্মাণ্ডের মন তব অস্হীর দীর্ঘশ্বাস।
তোমাদের অমানবিক পাষন্ড কর্মধ্বনী নিপাত করিব এই করেছি পণ।
মহাকাল হয়ে আসবো আমি বিনাস করতে
মৃত্যুহীন কষ্টের পেয়ালা হিসেব কষিতে।
দাম্ভিকতার হুঙ্কার ছেড়েছ বিশ্বব্রহ্মাণ্ডের
মৃত্যুবিষ বিস্তার করেছ মানবের হৃদবক্ষে প্রতিটি শিরায় শিরায়।


শক্তিহীন দেহে প্রতিবাদ দুর্বার
দেহের স্বল্প শক্তিতে সাহস জুগিয়েছি হৃদে।
সদা প্রস্তুত থেকো...!
আবার আসিবো তুমাদের সন্নিকটে
হিংসা প্রতিহিংসা নয় সুন্দর ভাবনা
জ্ঞান সমুদ্র নিয়ে,
নবীনদের পথ চলার সুন্দর পথের দিকনির্দেশন আলোর দিশারি হয়ে।


আমি অবহেলিত মানব দুঃখ লাগবে
স্বপ্নের বীজ রোপিত করেছিলাম হৃদকক্ষে।