আমি মুজিব
হাজ্জাজ ফকির


শ্যামল সবুজে ঘেরা প্রকৃতির উঠানে
যখন আমার শুভাগমন
তখন হিংস্রতায় প্রতিহিংসার পারদে
অক্লান্ত ছিল আমার হৃদয়।


তীব্র কান্না না পাওয়ার দাবিতে
পরাধীন প্রাণের রক্তক্ষরণ-
ঘরে বসে থাকতে পারিনি সেদিন।


মাতৃভাষার মর্যাদা অক্ষুন্ন রাখতে
গর্জে উঠেছি হয়েছি রাজবন্দী।
রফিক, শফিক, বরকত,  জব্বার সহ জানা অজানা
প্রানের অাত্মবলি দানে রক্ষিত হলো মায়ের ভাষা
রোপিত হল স্বপ্নের বীজ।


২৩ বছরের ব্যাথা বঞ্চনা মারিয়ে এলো ৭ মার্চের সেই শুভক্ষণ,
ভালোবাসা আর ভালোবাসাই ছিল আমার অদম্য সম্পদ,
বাঙালির হাজার বছরের পরাধীনতার শিকল ভেঙ্গে
মুক্তি ও স্বাধীনতার নাট্যচিত্র হয় রুপায়ন।


ন'মাসি মরনপন রনাঙ্গনে
ত্রিশ লক্ষ শহীদ, প্রায় তিন লাখ মা-বোনের সম্ভ্রমে
ফিরে পাই মুক্ত আকাশে ডানা মেলার ঠিকানা।


আমার স্বপ্ন বাংলার মানুষের স্বপ্নীল সত্তা
এক অভিন্ন অন্য  রকম অনুভূতি।