মুজিব বর্ষ
হাজ্জাজ ফকির
.....................
দুর্গম গিরীশ তপ্তমরু দিয়েছ পারি উল্কা গতিতে
অগ্নিশিখা  অভয় করে লড়েছ মৃত্যুর সাথে পানজা,
শত বছরের শতহৃদয়ে মহা তেজঃপূর্ণ  "বঙ্গবন্ধু"শেখমুজিব
স্বর্ণখচিত উজ্জ্বল নক্ষত্র বিশ্বদরবারে।


বজ্রকন্ঠ সিংহ অবয়ব সিংহল সমুদ্র গরজায় বাজ
বাঙালির মুক্তির অবিসংবাদিত নেতা।


সীনা টান টান দূরদর্শী মুজিব
তুমার প্রতিটি বাক্য সুশৃঙ্খল  মুক্তিপাগল বাঙালির জন্য।


অগ্নি বুলেট,আগ্নেয়গিরী,পারমানবিক বোমা অত্যাচারীর মস্তকমোন্ডনে তীক্ষ্ণ গতিবিদ।


নরপশুদের হিংস্রতা প্রতিহিংশার ছুবল
অসহায়ত্বের আত্মচীৎকার,
জলপ্রপাত আছড়ে পড়েছিল হৃদয় তীরে।


ভারী ক্রন্দনে অশ্রু ছলছল
অমীমাংসিত ব্যাথা হৃদকক্ষে তুলেছিল
তুমুল কালবৈশাখী ঝড়।


পুরু মানচিত্রে একটি নাম
স্বর্নখচিত উজ্জ্বল নক্ষত্র মুজিব উল্কা
তুমিই মুজিব তুমিই বাংলাদেশ।


৮ যুগ ৪ বছর ১২০০ মাস ৩৬৫০০ দিন পেরিয়ে ১০০ বছর হল পূর্ণ।


শনশন কালবৈশাখী ঝড় ধূলীসাৎ করে,সুপ্ত আলোর দিশারি  মহারথে...
কাল মহাকাল পরেও মুছিবে না তুমার নাম "বঙ্গবন্ধু "শেখ মুজিব।


রক্তে ভেজা মৃত্তিকা ধূলিকণায়
নবিন প্রবীন রইবে যতদিন,
বাঙালি জাতির অভিভাবক হয়ে
আজও বেঁচে আছো থাকবে চিরকাল অম্লান হয়ে, বাঙালির হৃদপটে।