বিজয় ডিসেম্বর ১৬
হাজ্জাজ ফকির
.................................


ডিসেম্বর ১৬ তারিখ
শত উল্লাস কলরবে কাটে বাঙালির সারাদিন।
শ্রদ্ধাভক্তি জ্ঞাপন করি সকল ভাষা শহীদের প্রতি।


বাঙালি জাতির সর্বোচ্চ গৌরবময়
অবিস্মরণীয় দিন "১৬ ডিসেম্বর"।


১৯৫২সাল!
ভাষা আন্দোলনে রাজপথ সেজেছিল রাতুলে রক্তাক্ত!
ইতিহাস সাক্ষ্য দেয় আজও-
সর্বকনিষ্ঠ অহিউল্লাহ থেকে শুরু করে ধারাবাহিকতায়!
রফিক,শফিক,সালাম,বরকত,জব্বার সহ জানা অজানা প্রানের উৎসর্গের বিনিময়ে আমাদের এই"২১এ ফেব্রুয়ারী"।
এই ফেব্রুয়ারীর হাত ধরেই রণক্ষেত্রে যাত্রা শুরু বাঙালির অধ্যবসায়
অবশেষে কিনেছিল বিজয়ের নামে খচিত "১৬ ডিসেম্বর "।


১৯৬৬ সালে ৭ জুন স্বায়ত্বশাসন ৬ দফা প্রস্তাব বাঙালির মুক্তির প্রাণের দাবি।


১৯৬৮ সাল জানুয়ারি মাস আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি শেখ মুজিব
এবং আরো ৩৪ জন গ্রেফতার।


অগ্নিঝড়া ২৫ মার্চ কালো রাত্রির চিত্র গল্প
দুর্বিষহ অগ্নিকান্ড লেলিহান শিখা ভেসে উঠে
গা কাটা দিয়ে শিউরে উঠে।


২৬ মার্চ স্বাধীনতা ঘোষনার পর দীর্ঘ ন'মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে অর্জিত বিজয় "১৬ডিসেম্বর"।


মার্চ থেকে নভেম্বর ন'মাসের যুদ্ধে পশ্চিম পাকিস্তানি সৈন্যরা অবসাদ গ্রস্থ হয়ে পড়ে
দামিয়ে রাখতে পারেনি বীর বাঙালিদের।


রেসকোর্স ময়দানে ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল।
৮ হাজার ৮৮৪ দিনের পাকিস্তানি অন্যায় শাসক শাসনের অবসান ঘটে বাংলার বুক থেকে।


৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত।


"মা জননী" তোমার গর্ভে ধারণ করেছ ১০ মাস ১০ দিন
বঙ্গ "মা" তোমার সন্মান ফিরিয়ে আনতে রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ করেছি ৯ মাস।


২৩ বছরের সকল ব্যাথা বঞ্চনার শুভলগ্ন ৭ই মার্চ।


২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর ৩০ লক্ষ শহীদ ৩ লক্ষ মা-বোনের সম্ভ্রমের দামে পেয়েছি
একটি নতুন ভূখন্ড,মানচিত্র,জাতীয় সংগীত, লাল সবুজের পতাকা।


সকল বাধা উপেক্ষা করে অর্জিত মহান বিজয় "ডিসেম্বর ১৬" তারিখ।