(আজ ২৩ এপ্রিল : বিশ্ব বই দিবস)


জ্ঞানের আলো বই;
এসো তরুণ, সে বই পড়ে আলোকিত হই!
বই যে নিরস প্রাণে;
রস সঞ্চারে, নিথর দেহে নিত্য গতি আনে!
মনের খোরাক বই;
তৃষ্ণা-ক্ষুধায় মন খানিতে তৃপ্তির আস্বাদ লই!
বই তো মনের আশা;
নিত্য মন-ক্যানভাসে সে বাজায় কান্না-হাসা!
উদার দাতা বই;
নতুন কিছু পাবার তরে সদা পাশে রই!
বই যে আমার সাথী;
দিন-দুপুরের বন্ধু সে যে আধাঁর রাতের বাতি!
জ্ঞানের জগত বই;
বইয়ের স্নিগ্ধ জ্ঞানের ছোঁয়ায় আন্দোলিত হই!
বই যে জ্ঞানের গিরি;
জীবন-কর্মে উচ্চতা আর উচ্চ আশার সিঁড়ি!
জ্ঞানের সাগর বই;
সেই সাগরে ইচ্ছেমতো সাঁতরে তৃপ্ত হই!
বই যে জ্ঞানের নদ;
পাহাড়ের বুক ফেঁড়ে আছড়ে পড়া হ্রদ!
ফুলের বাগান বই;
ইচ্ছেমতো বাগান হতে মুক্ত সুবাস লই!
বই খানিই তো ফুল;
সুবাস দিয়ে বদ্ধ মনের ভাঙায় শত ভুল!
রৌপ্য-স্বর্ণ বই;
দিবা-নিশি তার কাছ থেকে সম্পদ রাশি লই!
বই যে জ্ঞানের খনি;
পাতাল খুঁড়ে সন্ধান পাওয়া হীরে-জহরত-মণি!