ভাবনায় বিশ্ব ডিম দিবস
-|হেলাল আহমদ|
;
;
ডিম দিবসে ইন্টারেস্টিং ব্যাপার,
প্রাণিসম্পদ অধিদপ্তর দিয়েছে বিশাল অফার!
ঢাকায় ডিমের দাম তিন এবং চট্টগ্রামে চার,
জনগণের ঠেলাঠেলি, 'কে যায় আগে কার'?
ডিমের জন্য বিবি-বাচ্চা লাইনে দেখি সব,
কম দামে ডিম নিতে আজি লাগছে কি উৎসব!
জুতো যাচ্ছে ভিড়ের স্রোতে? যাক,
'অফার পাগল' বাঙালিরা কাঙ্ক্ষিত 'চিজ' পাক!
মোবাইল গেল, পকেট কাটে, ঠেলায় হল লাল,
বুঝা যাচ্ছে ডিম এ জাতি খায় নি কতকাল!
মোবাইল গেলে কেনা যাবে ক' টাকা ই দাম তার?
সস্তায় কেনার এমন সুযোগ আসবে না তো আর!
পাবে কিনা এই ভাবনায় প্রেশার গেল কমে,
ডিম খেয়ে ঠিক করে নেবে যাচ্ছে না তাই দমে!
বিক্রেতারা দিতে দিতে পাচ্ছে না যে কূল,
এত দিয়েও লাইন যে ওদের নড়ছে না এক চুল!
হায়রে মজার ডিম!
দেখালে আজ তোমার ভিতরের সম্ভাবনা অসীম!
/
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর ও মানবজমিন (অনলাইন ভার্সন)