জীবন যেন অনিশ্চিত এক তরী,
এগোয় সে এক আলোর রেখা ধরি!
যে আলো ধ্রুব কিংবা নিষ্প্রভও নয়,
সেই আলোকেই লক্ষ্য করে জীবন-তরী বয়!
কখনো বা সেই আলো টি ফুটে ধ্রুবের মত!
কখনো বা সেই আলোতে দেখায় অনেক ক্ষত!
হঠাৎ সে জ্বলে ওঠে ধ্রুবের চেয়েও বেশি!
ঝলকানিতে নিকষ আঁধার দেয় সহসা নাশি!
আবার কখন জীবন যেন অমাবস্যা কালো!
উচ্চ শক্তির বাতি জ্বেলেও যায় না দেখা আলো!
এমন করে সময়-নদে জীবন-তরী চলে!
দুঃখ-সুখের ঢেউ ডিঙিয়ে ভিড়বে তীরে বলে।


#জীবন_তরী
সিলেট,
০৮/০৭/২০১৭
শনিবার