বুক ভরে টানি সুশীতল বাতাস,
আবার ছাড়ি তৃপ্তির নিঃশ্বাস,
দয়াময়, হে অসীম দয়াময়!
তোমার শোকর যেনো করি সবসময়।


চোখ দিয়ে দেখি সৃষ্টির অপরূপ ছবি,
খুবই যত্নে যেনো গড়েছো সবি,
সৃষ্টির কুশলী ওগো চির প্রজ্ঞাময়!
তোমার শোকর যেনো করি সবসময়।


কানে ভাসে পাখির মধু-কলতান,
নদী-সমূদ্রের ঢেউয়ে বাজে তব গুণগান,
তোমার নামখানি কত সুধাময়!
তোমার নাম যেনো জপি সবসময়।


হৃদয়ে আসে কত চিন্তা-হতাশা,
তোমার নাম স্মরে জাগাই আশা,
বিরাজমান থাকুক সে নাম আমার অন্তরময়!
তোমার নাম যেনো জপি সবসময়।