আমার হৃদে দাও গেঁথে দাও তোমার দয়ার আশা,
এ মন থেকে দূর করে দাও ভয়-দ্বিধা-হতাশা।
সরল পথের আলোয় আমি হই যে আলোকিত,
তোমার আনুগত্যে সদা রই যে আমি রত।
গোমরাহির দ্বন্দ্ব-সংঘাত মন হতে হোক দূর,
ভ্রান্তির তামস কেটে গিয়ে ফুটুক সুন্দর ভোর!
মনে বড়ই আশা- দেখবো পাক মদিনার মাটি,
কা'বার গিলাফ চুমে এ মন হবে নিত্য খাঁটি।


#০২.১২.২০১৬