নীলকান্ত লতার
যতসব লুকানো কথা
গান হয়ে বাজে
ব্যাপ্ত প্রেয়সীর খোলাচুল
সরোদ বাদনে
বৈশাখ বরণে
প্রতীক্ষার ডালে বসে
বুনো পাখি গায়
শ্যামল আঁচলের
ধ্রুপদী
আড়ালের মেঘ ডাকে
ত্রিপদী সুর তুলে
ডাহুক বিকেল
চেতনার অমোঘ বিস্ময়
বৈশাখি সানাই
দাঁড় বইঠার
লিরিক্যাল টানে
বিরহের ঢেউ ভাঙে
পরাগ ভাসে
হাওড় জোছনায়
এসো হে বৈশাখ
মানবী হও
বিনয়ী প্রভাত ফেরাও
প্রাণে প্রাণে
অন্ধকার সাঁতরে
উষ্ণ সান্নিধ্যে এসো
কামনার দ্বীপে
অনুরাগে
মুছে যাক অন্তর বিরহ
দুঃখ, অভিঘাত
অনন্ত বেদনার বিচ্ছেদ...