আয়ুস্মতি ঠোঁট—
নিঃশব্দ পুকুরপাড়
শব্দেরা ভয়ে কুঁচকে
ঝরে পড়ে
পাতার জলে
মাছেরা খোঁজে প্রেমের ছায়া

নদী নয়—
জ্বলে ওঠে রক্তলিপি
আদ্র ধানের শীষে
ভাষাহীন গীতির অগ্নিস্রোত

বৃক্ষ নই—
নিষিদ্ধ নেটওয়ার্ক
যেখানে প্রতিটি ছোঁয়া—
হ্যাকড ইতিহাসের স্ক্রিনশট!

ব্যালকনিতে ঝোলে
অভিসন্ধিময় নিঃসরণ
মানুষ নয়—
টিন-ছাওয়া বারান্দায়
দুপুরের নিঃশ্বাস ধোঁয়াটে

হাওর—
অনুনয়প্রবণ লগইন
ভুলে গেছে প্রেমের পাসওয়ার্ড
ভুল পথে ভাসে—
মেঘ আর
কাকের শ্লোকে ঢাকা
নৌকাভরতি নীরবতা

অদৃশ্য মুখ—
আমার চোখে এঁকে দেয়
কৃত্রিম চেতনার
কিউআর ট্যাগ
ভালোবাসা নেই—
আছে কেবল
ক্যাশড কনসেন্টের
জ্যোৎস্নাহীন গন্ধ

‘সাহসিকা’র জরায়ু—
প্রতীক্ষমাণ সার্ভার
ঋতুচক্রের শ্বাস
ধানের কাঁপুনিতে ধরা পড়ে—
রিভিউ পায়
নীরবতার একক নক্ষত্র।

আমি রিলস নই—
মুছে যাওয়া বর্ণমালা
যাকে শরীর ভাবলে
ভুল করবে সময়ও

খোলা আকাশের নিচে—
ক্যাশড রোদের পাশে
নিঃশব্দে ঝরে
হারানো নদীমাতৃকা গ্রাম।