এই পৃথিবীর চারিদিকে
হরেক রঙের মেলা
আমার চোখে লাল ও সবুজ
করে শুধু খেলা।


সকাল বেলা পূর্ব আকাশে
লাল সূর্যের হাসি
গোলাপ জবা কৃষ্ণচূড়া
লালকে ভালোবাসি।


বন বাঁদাড়ে পখে মাঠে
কচি দুর্বা ঘাসে
কচিপাতায়, কচি মনে
সবুজ রঙটি হাসে।


ত্রিশ লক্ষ মুক্তি সেনার
রক্ত ছিল লাল
সবুজ রঙের মাঝে তারা
থাকবে চিরকাল।