মায়ের মতন হয়না আপন
মায়ের মুখের ভাষা
পরাণ জুড়ায় ফানুস উড়ায়
জাগে মনে আশা।


স্বপ্ন দেখি গল্প লিখি
লেখি গান ও ছড়া
ভাষা দিয়ে মায়া দিয়ে
ইচ্ছে দেশকে গড়া।


ভাষার জন্য শহীদ যাঁরা
বাংলা বর্নমালায়
দূর আকাশে আলোক তারা
লাল স্বর্ণ-থালায়।