আজ তোমার চলে যাওয়ার সময়ে আমার কান্না আসেনি।
হতচ্ছাড়া বাতাস  কড়া নাড়ে তিরস্কারে প্রায়।
প্রতিবার দরজা ধরে মা দাঁড়িয়ে  থাকে ঠায়।
তোমার ছায়া খোঁজে কান্না গিলে অবিরত।
আমায় দেখলে মৃদু হাসি দিয়ে করে আশ্বস্ত।


গত রাতে আমি শুনেছি দরজার আড়াল থেকে
তোমার অন্য পৃথিবীর খবর স্তব্ধ করেছে মাকে।  
অবনী ও কি তোমার বাড়ি ফেরার অপেক্ষায় থাকে?
ঘুমানোর সময় বুকে গুটিয়ে তোমার জামার গন্ধ শুঁকে?


বাড়িতে ভাল মাছের টুকরো,
তোমার জন্য মা তুলে রাখে বরাবর।
রাত জেগে কপাল টিপেছে কতরাত,
যখন মাথা ব্যথায় তুমি থাকতে কাতর ।


আজ প্রার্থনা করি তোমার আকস্মিক বিদায় বেলায়
ঐ পৃথিবীর মানুষেরা যেন এভাবেই ভালোবাসে তোমায়।


মায়ের জমানো অশ্রু দিয়ে
জলছবিতে তোমাকে আঁকবো।
কল্পনার রঙ্গে বুকের গভীরে
তোমায় স্মৃতির পাতায় বুনবো।
তোমার জন্য তুলে রাখা ভালোবাসার আকাশে
আমার মাকে মেঘের সাগরে পরম আদরে ভাসাবো।


পুরনো দিনের মত আজ তোমার জন্য চোখের জল আর অপচয় করিনি।
আজ তোমার বিদায় বেলায় একটুও আমার কান্না আসেনি।