চলো ,
এবার দৈনিক অভিনয়ের পটভূমি বদলে ফেলি।
অনবরত অস্থির মনে খুঁজে ফিরেছো এই হেঁয়ালি।


দিনের শেষে ঘরে ফিরে তোমার তৃপ্ত হাসির পিছনে,
নিজের কারাগারে আত্মবন্দী অস্তিত্বের হৃৎস্পন্দনে,
গভীর রাতে ঘুমন্ত আমাকে স্বযত্নে গোপনে এড়িয়ে,
নিঃশব্দ অশ্রুর ক্রুদ্ধ সংলাপে তুমি বারান্দায় দাঁড়িয়ে।


চাদরের বিছানার রঙ যে তোমার মনের অবনমিত ছায়া
তা জানতে পেরেছি যখন অস্পৃষ্ট করেছি তোমার মায়া।
অফিস থেকে প্রায়ই দেরি করে বাড়ি ফেরার অজুহাত।
প্রতিনিয়ত তোমার অবিশ্বাস আর অধিকারের সংঘাত।


অবশেষে সমাপ্ত হোক এই গুপ্ত প্রনয়ের অভিসার।
অন্য রমণীর প্রেম লুকাবোনা তোমায় আজ আর।
এবার নাহয় ভেঙে ফেলি সামাজিক এই চুক্তি !
পরিণীত রঙ্গালয়ে এ আমার অন্তিম স্বীকারোক্তি।