মোহিনী,
যখন চলে যাও
আমার পৃথিবী হয়ে যায় স্তব্ধ।
তোমার অপেক্ষায় বর্ষা নামলে ,
বধির কানে পৌঁছে না জলের শব্দ।


এক পলকের আড়ালে দেখা তোমার অন্যমনস্ক মুখ।
শরতের নরম রোদের উত্তাপে ছুঁয়ে দেই তোমার চিবুক।


অমাবস্যার গহীন রাতে কোন নিঃসঙ্গ প্রহরে
আনমনে তোমার ছায়া ভুল করে এলে এই ঘরে,
পূর্ণিমার আলোয় ঝলসে উঠে আমার আকাশ
হোক না তা আমার একান্ত ইন্দ্রজালের বিশ্বাস।