অবলীলায়  বলে  দিলে
আর পারবে না।
সদ্য স্নাত মুখে
একবার  তাকালেও না।
তবে দেখতে পেতে,  
আমার বিশ্বাসের দৃঢ়তা
বাষ্প জলের দৃষ্টিতে।
পারো যদি পালিয়ে যেতে
দ্বিধাহীন অনুতপ্ত মন হত্যা করে।
তোমার চলে যাওয়া;
আমার প্রহরের স্তব্ধ মায়া,
বৃক্ষের মতো দাঁড়িয়ে থেকে
সময়ের প্রতীক্ষায়।
খুঁজে ফিরবো তোমার ছায়া।
কোন এক একান্ত ক্লান্ত সময়ে,
ঘাড়ের এলো চুল সরে গেলে,
সেই মৃদু বাতাসের আদর ,
এঁকে নিও আমার ভীষণ
শূন্য বুকের আঁচড়।