ঠিক করেছি , তোমার কথা রাখবো।
প্রতিবার প্রতিশ্রুতি ভাঙার দায় থেকে মুক্তির জন্য।
তবে এবার আসবো।
অপ্রত্যাশিত নিঃসঙ্গ এক বেলায়,
সেই দুপুরকে বুকে নিয়ে,
প্রচন্ড দগ্ধ সূর্যকে মাথায় করে,
আমার পায়ের তলে ফোস্কা ফেলে,
তোমাকে একপলক দেখার আশায়,
চুল বেয়ে ঘামে মুখ গলে
এসে সামনে দাঁড়াবো।


তখনো কি তুমি  আমাকে  ভালোবাসবে?
অহেতুক  অভিমানের  গ্লানি গলে পড়বে অশ্রু হয়ে।
বিভ্রান্ত দৃষ্টির আড়ালে যদি মমতা খুঁজে পাই তখন,
সেই দুর্দান্ত চিবুক তবে ছোঁব,
তোমার অশ্রু দিয়ে তৃষ্ণা মেটাবে
আমার অবিশ্বস্ত প্রেমিকের মন।