আজ তোমার জন্য আমার কাছে
মৌনতা ছাড়া আর কিছু নেই দেবার।
যখন সময় ছিল তোমার কাছে পৌঁছাবার,
তখন তো পেয়েছি শুধু একবুক ধিক্কার।
এখন আমার দুয়ারে তুমি দাঁড়িয়ে
অহেতুক খোলস থেকে আজ বেড়িয়ে,
অনর্গল তোমার প্রেমালাপে মুগ্ধ হলেও,
শূন্যতা পুরন করতে পারলাম না চাইলেও।
সময়ের দাবীতে আমিও এখন সমাজের দাসী।
একটা কাগজের দলিলের অধিকারের অট্টহাসি।
আমার  পরনে তাই অন্যের দেয়া নাকফুল।
আত্মতৃপ্তি আর হতাশার ক্লান্তি নিয়ে
আজ অন্য বুকে নির্লজ্জতায় মুখ ডুবিয়ে
গভীর ঘুমে তলিয়ে যাই নিয়তির পরিহাসে।
অতীতের সব উপলব্ধি আজ হিসেবের খাতার ভুল।