তোমার চোখে অশ্রু কেন?
এই বিশাল নীল পাহাড়ের নিচে
তুমি দাঁড়িয়ে।
আঁচল গুঁজেছ তোমার সরু কোমরে।
কিছু কি খুঁজে ফিরছো ?
ছোট্ট ঘাসফুলে শেষ সূর্যের আদর।
সেটা আর কিছু নয় ,
আমার বুকে তোমার বুনো নখের আঁচড়।


নীল পাহাড়ের গম্ভীর স্তব্ধতা আর অন্য কিছু নয় ।  
ওই শূন্যতা ,
হাহাকার ভরা গুমরে কান্না, আমার চলে যাওয়া ছায়ার অবয়ব মাত্র ।
আর কিছু নয়।
বৃষ্টির জলে অবশিষ্ট ঠোঁটের কোণে ওই জলবিন্দু ,
শুধু আমার।
আর কিছু নয়।