খুব বেশি কিছু চাইবো না তোমার কাছে ,
প্রতিশ্রুতির ভারে তোমায় অপদস্থ করি পাছে!


রেখে যাচ্ছি তোমার কাছে আমার একান্ত সিন্দুক,
ওতে লুকনো আছে তোমার ছোঁয়া অনুভূতি একবুক ।


ভীষণ আঁধারে হঠাৎ তোমার ঘুম ভেঙে গেলে ,
বিভ্রান্ত স্রোত কেঁপে উঠবে দূরে নদীর জলে ।
জোনাকির আলোকে রাতের তারা ভাবো যদি,
ঝিঁঝিঁ পোকার শব্দে ভেসে আসবে কান্নার আর্তি ।


অস্থির মনে সিন্দুক ছুঁয়ে দেবে তুমি অজান্তে ।
অক্লান্ত অপেক্ষায় তখন আমি এই প্রান্তে ।
বাতাসে শ্বাস ফেলবে হয়ত কোন অশরীরী,
আমি  তোমার মনে নিঃশব্দে করব পায়চারী ।