আজ ফিরব না হয় ঘরে,
মন যে জ্বলছে বডড বেশি
কষ্ট টষ্ট সয়ে...
আজ ফিরব না হয় অন্ধকারে
প্রভাতি আলোর ঘোর কেটে গেলে
শুকনো পাতার নেশা রয়ে সয়ে
জীবন যেথায় বোবা কান্না কাদে
আজ ফিরব না হয়
সকল বাধা ভুলে......


চামড়ার ভিতরে মাংসল শরীরে
কোথেকে ভেসে আসে যন্ত্রণার রঙে
বুকের মধ্যখানে খুচিয়ে খুচিয়ে তুলে
স্পর্শহীন দহনের অগ্নি বুজে
আজ ফিরব না হয়
তোর বুকের কোলে......


আমায় বিনে তোমরা
সমরক্তের আত্মারা
কি আছ সুখে?
একটু বলো শেষ লগ্নির আগে
আজ ফিরব না হয় ঘরে
সকল ব্যাথার অশ্রু মুছে
জড়িয়ে নেবো বুকে..........