এভাবেই চলবে আর কতকাল
সময় বড্ড ক্লান্ত এই হেয়ালিপনায়
তুমি নাকি বদলেছ নিজেকে
হয়ে গেছ পস্তর প্রতিমা
নিজেকে একটুও ভালোবাসোনা?
জানো! সুখের চিরন্তনী সুত্র কি!
নিজেকে ভালোবাসা!!!
তুমিতো নিজেকে ভালোবাসতেই ব্যার্থ
প্রকৃতির সজীবতাকে কি বাসবে!!!!!
অনুভুতির জানালাগুলো বন্ধ করে
কি ভাবছ?
সুখের অবতার!
ভুলে গেছ? আলো কখনো ঢাকা যায়না
যতই আধার থাকুক! ভেদ করবেই
এবার হও আগোয়ান!
একটু একটু করে পেরিয়ে যাও বন্ধুর পথ
অপেক্ষা কর নব জাগ্রণের
সুখ দেখা দিবেই!
নিজেকে কষে কি লাভ!
এই নশ্বর জগত খুব ক্ষুদ্র!
বাচো!  নিজের জন্য!
প্রিয়দের তরে!
যারা তোমায় নিয়ে স্বপ্নে লেপে বহুদূর!!!!!!!