না হয় থাকুক কিছু গল্প..
অসম্পুর্ণ!
সব গল্পের পুর্ণতা কি আদৌ জরুরী?
এই যে পৃথিবীজুড়ে কত কত মানুষ।
সবার ভিন্ন ভিন্ন গল্পে বসবাস!
জীবনের রসায়ন এত উদ্ভুত কেন হে!


এই আমি! বেচে আছি সতস্ফুর্ত!
একসাথে অনেকগুলো গল্পে।
একই সময় আলাদা চরিত্রের আড়ালে
কিন্তু নিজ গল্পে আমি কই?
আদৌ কি আছি!
কখনো কি ছিলাম?


তোমাকে ভালোবাসি
শুধুই সবটুকু দিয়ে
দিনরাতের সব গল্পে
এমনকি স্বপ্ন ও কল্পনায়ও
প্রতিটি মিনি সেকেন্ড কিংবা সময়ের ঘনত্ব পেরিয়ে
সজ্ঞান ও অজ্ঞানতার সিলেবাস ছাডিয়েও
শুধুই ভালোবাসি!


বোঝ কি?


উহু, মনে তো হয়না।


তাতে কি?


বয়েই যায়........


হ্যা হ্যা এটাই জীবন!!!!!
বয়ে যায় শুধু
জীবনে থেকে মৃত্যুর গল্পে!
কিংবা কে জানে!
অন্যজগতেও!!!!