আমাকে আমাতেই ডুবতে দাওনা
ভেসে যাই কষ্টের অনলে
বিরহের সমুদ্রে ডুব দেই সময়ের অনির্দিষ্টতায়
সব খুইয়ে কিইবা আছে ধরে রাখার মত!
এই সবুজ বনানীতে তোমরাই থাকো রাজহালে
প্রেমে আনন্দে সুখের মোহনায় লোহরিত
উপচেপড়া সুখের আনন্দে ভেসে যাক শহর
তোমরা গাও, নাচো মুহুর্তেই ভুলে যাও সকল দুঃখকাব্য
আমি ইতিহাসের পাতায় একটু জায়গা নিয়ে রাখি
হয়তবা সময়ের চক্রে যদি চাও মনে রেখ
উল্টিয়ে দেখো ধুসর ডায়েরির কালচে পাতা
আমাকে পাবে কোথাও না কোথাও!
তোমাদের দুঃখ মুছতে আসব অশ্রু!
নোনা জল মুছে পরম মমতায় বুলিয়ে দিব হাত
একটু স্পর্শে প্রশান্তি মিলবে হয়ত
অতটুকুই প্রশান্তি খুজে ফিরে যাব অন্ধকার গুহায়
তোমরা ভাল থেক, ভাল থেক সদা সর্বদায়......