অনেকবছর পর হঠাত হয়ত দেখা হবে কোন রাজপথে!
মুহুর্তের জন্য জীবন্ত হবে অতীতের ঘড়ি!
একটা চিনা চেহারা কিছু মধুর মুহুর্তে ভেসে উঠবে চোখে!
কিংবা কোন দু:সহ স্মৃতি, যা মুহুর্তেই ভরে যাবে আখি নোনাজলে!
বুকের স্মৃতিঘরে প্রবল ঝরে  দুলে উঠবে সব!
তখন মনে রাখবে আমায়?
না অচেনা পথিকের মত পাশ কাটিয়ে যাবে!


সমুদ্রবেলায় যখন বইবে অবিরত গর্জন!
চাঁদেরকণা যখন ভাসবে পানির ফোয়ারায়!
কিংবা উত্তরমুখী জানালায় তারাদের ঝিকমিক রশ্মি!
জোছনাধারায় ভাসবে পৃথিবী!
চাঁদ দেখে মনে পড়বে আমার কথা?
না স্মৃতির জমানো বাক্সে ফেলে দিবে অবহেলায়!


জীবনের পথ চলতে চলতে যখন ক্লান্ত তোমার জগত!
অসহ্য যাতনা ও ধরাশায়ী রোগ যখন আঁকড়ে ধরবে!
হঠাত কারো কন্ঠস্বরে আতকে উঠবেনা তো!
ব্যাকুল হয়ে খুঁজবে কি চারদিক!
মনে কি পড়বে অনেক অনেক আগের কথা!
বিস্মৃত একজন মানুষের ঝাপ্সা অবয়ব!
খুব শুনতে ইচ্ছে করবে? ওগো! তুমি আছ কেমন!


যখন শ্বাসকষ্ট দিকহারা  পৃথিবী!
বুকের বামপাশ চিনচিন করে জ্বলবে!
মধ্যরাতে হঠাত যখন ভাঙবে ঘুম!
তখন কাপা কাপা হাতে মোবাইল স্ক্রীনে তাকাবে তুমি!
দেখিনা! মানুষটা আছে কেমন?
আমার কথা কি মনে পড়ে!


কোন একসন্ধায় গরম কফি হাতে চেয়ে রবে দিগন্তে!
কনকনে ঠান্ডা হাওয়ার ঝাপ্টা কাপিয়ে যাবে শরির!
তখন কি মনে হবে, একটা উষ্ণ হাতের স্পর্শের গল্প!
এক কফির মগের দু'জোড়া ঠোটের তরল ছোয়া!
চোখের কণায় জমবে গাঢ় লোনা জল!
মনে পড়বে আমার কথা?
মানুষটা পাশে থাকলে মন্দ হতনা!....