অনেক রাতের পর হঠাত ভেংগে যাবে ঘুম!
আমি চোখ খুলে চশমা হাতরাব!
নিকষ আধারে ছেয়ে যাবে আমার জগত!
রাতের কালো আধারে ডুবে বিলীন!


বিছানার বামপাশে হাতরিয়ে খুজব তোমায়
না পেয়ে ডাকব "এই! কইগো তুমি? "
কোন সাড়া আসবেনা কোথাও!
আমি অস্থির হয়ে যাব ঘুমের ঘোরে.
অজানা শংকায় শংকিত মন!
আমি বারবার ডেকে যাব
হঠাত ঘোর থেকে বাস্তবতায়!


একি! আমি স্বপ্ন দেখছিলাম!
স্বপ্ন এত বিষাদ হয়ে দীর্ঘশ্বাসে ভরিয়ে গেল!
আমার বুকের বা পাশে কাপতে থাকা
ছোট্ট হৃদপিণ্ড অদৃশ্য যাতনায় নীল!
অবচেতন মনে ভর করা স্বপ্ন আমাকে
বেদনার রংহীন চায়ের স্বাদ পাইয়ে গেল


পাহাড়ের উপর ছোট্ট কুড়েঘর
পাশে কুলকুলে বেয়ে পড়া শীতল ঝর্ণা
নিচে নদী ও বিস্তৃত মাঠ
উপরে অপ্রতিভ আকাশ
সাথে তোমার আমৃত্যু সংস্পর্শ!


চাওয়া কি খুব বেশি ছিল?
তবুও কিছু হলোনা কভু!
আমি পাশ ফিরে শুয়ে পড়ি
চোখের কোনা বেয়ে পড়া
ফোটা ফোটা অশ্রুয় নিঃশেষ
হয় আমার অন্তর.....