একটি গল্পের পিছনে ছুটছিলাম এতকাল
যার সাথে জড়িয়ে ছিল অনেকগুলো স্বপ্নের সেতু
প্রতিটি পদক্ষেপেই ছিল রকমারি উত্তেজনার বাহার
আমার জানা ছিলনা, এতটা অচেনা পৃথিবীতে থাকি
বন্ধু শত্রু আপন পরের পার্থক্য নির্ণয়ে বরাবরই ব্যার্থ
সুন্দর শুরুর পরে মাঝে বিশাল হোচট!
ঘুরে গেল গল্পের মোড়! একটি সুখী গল্পের চিত্রবদল
আবার এগুতে থাকে প্রতিটি খন্ড চিত্র
ভেংগে যাওয়া পথ জুড়তে থাকে মায়ায় আঠায়
একটি সুন্দর পরিণতির পুর্বক্ষণে আবারো ভেংগে যাওয়া
ভাংগা গড়ার খেলায় খুব দুর্বল আমি
আমার গল্প সমাপ্তি পায়না
তাই বলে দুঃখ নেই কোন
দুঃখ করে লাভটাই বা কি বল?


হারিয়ে যাওয়া স্বপ্নগুলো তো আর দিশা পাবেনা
তাদের একসাথে থাকার কোন সুযোগ থাকছেনা
এতটুকু আমি টুকরো হয়ে ছড়িয়ে পড়লাম সর্বত্র!
আরও কতগুলো স্বপ্নের মেলবন্ধন করলাম
আমার প্রেম হল, রাগ হল, মৃত্যু হল
আমি নিজেকে দাফন দিলাম স্বপ্নগুলোর হয়ে
আমি ভুলে গেলাম, তোমাকেও ভুলে গেলাম
আমার ভালোবাসা ও অপেক্ষার প্রহরগুলো
মুক্তি পেল, তুমিও মুক্তি পেলে
অনাহুত ভালোবাসার দায়বদ্ধতা থেকে
গল্পটা শেষ হল সমাপ্তিহীনতায়
আমিও বাদ দিলাম গল্পের পিছনে ছোটা
গল্পই নিজেকে খুজে পাক, ছুটে চলুক দেশ বিদেশ
আমি ছুটি নিলাম শেষ প্রহরে!!!!!
তুমি... ভালো থেক! ভালো থেকো আমার তরে..