তোমার সাথে কফি খাব  একদিন
সুন্দর সবুজছোয়া পরিবেশে
যেখানে ছড়িয়ে থাকবে প্রকৃতি
বইবে মাতাল হাওয়ার ঝড়!
পাখিরা গান করবে নিঃশব্দে
গাছেরা দুলবে ধীরলয়ে
চারদিকে বইবে সুখের সুবাতাস
সবাই দেখবে করবে হা হুতাশ
আমাদের কোন কথা হবেনা
শুধু নিরব চেয়ে থাকা
আমরা গভীর নয়নে দুজনে তাকিয়ে রব!
যেন অনন্তকাল এভাবে চেয়ে ছিলাম
নয়নজলে ভিজবে মনের জানালা
খোলা রুদ্দুরে চমকাবে দুয়ার
মনের কথা বুঝে নিবে মন
চোখের ভাষায় ঝগড়া হবে ক্ষণেক্ষণ
তুমি বলবে, এই! তাকিয়ে কি দেখ?
আমি শুধাব, তোমায়!
ইস! আমার লজ্জা করেনা?
আমি চেয়ে রব, আমার চোখের ভাষার মিনতি
তোমার হৃদয়ের গহীনে বীন বাজাবে..
বলবে, তুমি আমার রুদ্দুর!
গাঢ কালো মেঘালয়!
আমার অর্থহীন জীবনের অক্সিজেন....
একসময় কফি শেষ হবে!
বিদায়বেলায় প্রভুর দরবারে তোমার উজাড়করা মিনতি!
পরওয়ারদিগার!  এই যেন শেষ না হয়, এভাবেই চলুক অনন্তকাল....