আমাকে লইয়া এত উচ্ছাস কেন হে!
আমি স্বয়ং নিজেরে লইয়া উদাসীন!
নিজেরে লইয়া এত ভাবিবার কি আছে হে!
ভাবিয়াও বা কি কুল হইবে, কি মস্ত বদলা আইবে
আমিতো ধবংস হইয়া কবেই ঝড়িয়া গিয়াছি
উপরের যাহা দেখিতেছ, তাহা শুধুই ধ্বংসাবশেষ
ভিতরটা জ্বলিয়া পুড়িয়া কবেই নিঃশেষ
আপনা লোক সহসাই পুছে, কি হে জাওয়ান!
এই বয়সে কেন এত দুঃখের জয়গান!
আমিও ভাবি, খুব ভাবি! ভাবিয়া বেকুব বনিয়া রহি
কোথাও ঠাই মেলেনা, মিলেনা কোন জাওয়াব
নিরন্তর অগণিত পথের মহিরুহ পড়িয়া ঠায়
ভাবনার আকাশে কালবোশেখী ঠাওর হইয়া রয়
বিস্তৃত সমুদ্রের দিকে তাকাইয়াও বে-জবান হইয়া রহি
কেহ মিটাইতে পারেনা আমার জানার তৃষ্ণা
কেহ বুজাইতে পারেনা ভিতরের দাহ্য অগ্নি
আমি ব্যাকুল হইয়া মুক্তি খুজি সকলের তরে
মাথা ঠ্যাকায়া পইড়া থাকি দরবারে দরবারে
মুছেনা কেহ চোক্ষের অশ্রু অন্তর জুড়ায়া
তাহার জন্যি ভাবনায় দিয়াছি ছাড়িয়া
ক্ষুদ্র মানব কিইবা করিতে পারে!
এভাবেই চলিতে থাকুক শেষ অব্দি
নিঃশ্বাস হরণ হইবার আগমুহূর্ত হইলেও
কহিয়া যাইয়ো সকল সত্যের নির্যাস.....