দুটো লাইন লিখতে চেয়েও পারছিনে আর
হাতের আংগুলের কাপুনি থামছেনা যে!
কত কি বলার আছে, কত কি লিখার
পড়ার মত মানুষতো নেই কো আর!
কেইবা পড়বে এসব সময় ক্ষয়ে
জীবন যখন থেমেই আছে চুপটি করে
হতাশা ও  নিরাশার চাদর মুড়ে
ভাবছি কত কাল চলবে এহেন জ্বলেপুড়ে
সব তো আমি হারিয়েছি কালের গর্ভে
কেইবা আছে চলবে সাথে দিন রাতে
পচিশ বসন্ত কেটে গেল ভেবে ভেবে
করতে কিছুই পারলামনা স্বয়ং রয়েসয়ে
তুমি তোমরা ভাবো সবাই ব্যার্থ মোরে
ব্যার্থ আমি সেই সুচনায় সমাপ্তি লয়ে
আজ যখনি তাকাই পিছে স্মৃতির ঘরে
নেই তো কিছু কেবল শুধুই আধার ভবে
বলছে সবাই হয়ে যাবে সব ঠিক এক সময়ে
গুণছি প্রহর দশকঘুরে জীবন যানে
মন্দ আছি, ভালই আছি যাইবা আছি
বেচে আছি এটাই সত্য মিথ্যা সবি
আশেপাশে জগতজুড়ে সকল লোকে বন্ধু খোজে
বন্ধু তার সবকিছুই মৃত্যু বিনে
মৃত্যু যখন পরম সত্য শত্রু সেইই
জিতবে সে তো জানা কথা তবুও লড়াই চলে
মানুষ ভাবে, মরণ তাহার সকল জ্বালার শেষ তবে
শেষ তো তাহার নেই কিছু ভাই শুরুই বটে
চললুম আমি অনন্তের ডাকে সব ছাড়িয়ে
থাকুক কিছু ধুলোপড়া স্মৃতির পাতা উড়ে উড়ে....