দুই পৃথিবীর সকল দুঃখদের
আমার বাড়িতে নিমন্ত্রণ
আমি তোমাদের মিলনমেলায়
হব বিনোদনের গল্প!
তোমরা স্মৃতিচারণ করবে সুখের
ফ্ল্যাশব্যাকে অশ্রুসজল আঁখি মালা
পুর্ব থেকে পশ্চিম
উত্তর হয়ে দক্ষিণ
যতদুর পরে তোমাদের নিঃশ্বাস
আমি রক্ষা করব সব
ঈদের খুশির প্রহরে
আমি বিলাতে দিবনা
এক টুকরো দুঃখ!
পশু কোরবানির সাথে
তোমাদেরও কোরবানি হবে
দুঃখী অভাগার দল
আমি বলব, কিছু সময়ের জন্য
এ ধরাতে এসোনা
অভাগী মায়ের চোখে আনন্দাশ্রু
তারা কলিজার টুকরো সন্তানের
তরে আয়োজন করে রেধেছে
ভালবাসা ও স্নেহের পরশ
বুলিয়ে খেতে দিয়েছ
ওহে দুঃখ! তুমি এসোনা
অভাগা সন্তানের নয়নে পরম তৃপ্তি
বহুদিন বাদে মায়ের মমতায় প্রসন্ন মন
পরিবারের ভালোবাসার চাদরে
আচ্ছাদিত নিঃস্পাপ ফুলের শুভ্রতায় সিক্ত
ওহে দুঃখ! তুমি এসোনা
রমনীর হাত সেজেছে
বর্ণিল মেহেদীর রঙ-বেরংগা ডিজাইনে
গাঢ মেহেদীর রঙে প্রষ্ফুটিত ভালবাসার কবিতা
কতদিন পর সেজেছে মন
প্রিয় মানুষের সান্নিধ্যে
সুখের সুবাতাসে মৌ মৌ করছে
আকাশ!
ওহে দুঃখ!  তুমি এসোনা
দুঃখ! তুমি কি পারো
বুঝতে সুখের গল্প?
একফোঁটা আনন্দের অশ্রুর মুল্য!
যাদের আগলে তোমার সম্রাজ্য
তাদের দীর্ঘশ্বাসের প্রকটতা বুঝ?
বুঝলে আজ অন্তত এসোনা
প্লিজ এসোনা..........