মধ্যরাতে মনে জাগে ভয়
এই বুঝি সব হারালাম তয়
চোখটা খুলে আধারে বিছরাই হাত
কোথাও তোমার পাইনা স্পর্শের ভাজ
ভয়ে আমার শুকিয়ে যায় গলা
এই বুঝি শেষ হলো সব খেলা
আধারে হঠাত ঝাপসা হয় চোখ
চিনচিনে সেই ব্যাথা ফিরে খুব
ট্রমায় যেন আস্ত ডুবে সব
আলোর খোজে দিগবিদিগ ছুট লাগাতে যাই
বোধ বুদ্ধি সব যেন লোপ পেয়ে যায় হরে
নড়চড়েহীন আস্ত মাটির পুতুল যেন
যার নেই কোন ইচ্ছে, নেই আছে শক্তি!
আরেহ আরেহ কি হলো মোর বল!
অচিনপুরের মায়াজালে নিজেকে খুজে ভর
গভীর আধার হারাতে থাকে রুপ
ধীরে ধীরে ফুটতে থাকে ভোরের আলোর ফুল!
স্বপন থেকে ফিরতে থাকে বাস্তবতার কোলে
কোথাও কেহ ছিলনা কভু, থাকার কোন কথা নেই
মিথ্যে আশায় স্বপ্নজুড়ে বিস্তৃত মায়ার দেখা নেই
একলা এলুম, একলা রেলুম, একলা রবো শেষ তকে
এই পৃথিবীর সকল ব্যাথা শুষে নিলাম বুকভরে.....