আমার অবসাদগ্রস্ত মনের ছোট্ট দরজা দিয়ে তোমার নিমন্ত্রণ
ওগো পরকালের সওয়ারী! এসো মোর ঘরে কপাল যখনি সেজদারত
অবনত মস্তকে মওলার দরবারে নিজেকে সমর্পিত
শাহাদাতের পেয়ালা না নিয়ে কিন্ত এসোনা
রাসুলে আরাবীর হাউজে কাউসারের সুবাস বয়ে এনো
আমি যেন শেষ নিঃশ্বাস নেই জান্নাতী খুশবুতে
আমায় না হয় আছড়ে ফেল রক্তাক্ত রণাংগনে


বুকে মোর বড় আশা, চোখে স্বপ্নালু ঘোর
যাব একদিন ঠিক চলে  পেড়িয়ে বহুদুর
সেই পবিত্র উপাসনাঘরে, মুহাম্মদের প্রিয় মক্কাতে
তাওয়াফ করে রোদন করব সব পাপ
চোখের অশ্রুর নজারানা দিব প্রিয় স্রষ্টার দরবারে
পান করব সুমিষ্ট জমজমের জল
দেহ আত্মায় বইবে ঝড়
যখন মিলবে মুক্তি জাগতিক সব লিপ্সা থেকে
প্রাচুর্যের মোহে অন্ধ আমি সপে দিব সর্বস্ব
আমায় কি ডাকবেনা প্রভু তোমার মন্দিরে?


আমি ধুলোয় মাখব শরীর,চুমু খাব তপ্ত বালু
যে মরু স্পর্শে ধন্য মুহাম্মদের পুত চরণ
মসজিদের নববীর জমিনে মাথা ঠেকাব স্ব-সম্ভ্রমে
সেজাদায় ঝড়াব জল প্রিয় মাহবুবের স্মরণে
রিয়াজুল জান্নাহে দু'রাকাতের নসিব হবে
কি আমার মওলা?
প্রিয় মানুষটির সান্নিধ্যে দরুদ প্রেরণের সুযোগ!
আমার কি ডাকবেনা প্রভু তোমার পেক্ষাগ্রহে?


আমার যেন ডাক আসে জিহাদের ময়দানে
শত্রুর শাণিত আক্রমণে ক্ষত বিক্ষত হয় শরীর
আমার মৃত্যু হোক উম্মতের শানে
ধুসর হয়ে যাক আখি শহীদী মৌ-পানে
মুক্তি মিলুক পাপিষ্ট আত্মার এলাহি সৌরভে
আমার আর্জি কি কবুল হবেনা মালিক?