মন খারাপের কথা এভাবে বলোনা
বড্ড ভয় লাগে, পাছে হারিয়ে যাই
জীবনের সায়াহ্নে কত খেল চলে
কত রুপের মেলা বসে অহনার পাড়ে
কেউ কি বুঝে কারও কথা এই ধরাতে
আমাকে বল, বদলে যাও!
অথচ বদলেছি কত আগেই!
প্রতিনিয়ত বদলে খোলস ছেড়ে নতুন মুখোশে বাধি অবলা সত্তাকে
এভাবে বলোনা আমায় ফিরে যেতে
রুদ্ধ পথের গিরির খুজে আমি নাবিক কতকাল পালে হাওয়া দেই!
কারো চোখেই ধরা পড়েনা বেচে থাকার সবুজ সংকেত!
অশনি ভেবে দূরে ঠেলে দেয় ভুবন
কাছে ভেরার ভয়ে..
অতটাই কি মন্দ আমার চরিত?
কেহ ভালোবাসে না কভু!
অতটাই কি পাপিষ্ঠ এই দেহ?
কেহ কাছে টানেনা ভয়ে!
আমায় এভাবে ডেকোনা প্রেমিক,
বড্ড ভয় লাগে, পাছে হারিয়ে না যাই.....