আমারে তুই এনে দে হাশিশ
আমি পানে ভ্রমের রাজ্যে চলে যাই
চিরতরে পড়ে থাকি তোর মোহের নেশায়
আমাকে এক অজলা হাশিশ দে
আমি গিলে ভুলে যাই সব....
জগতের সব দুঃখ শুষে নিয়ে দুঃখ বিলাস করি
সুখগুলোর তোর একাউন্টের শুন্য খাতায়
ভরাট হোক!
কোরবানির পশুর সাথে আমি মনের ভালোবাসাকেও
ত্যাগ দিলাম! যা তুই স্বাধীন!
দেহ আত্মার বন্ধন ছেড়ে!
মুক্তমনে উড় তুই সীমাহীন আকাশে
পাপিষ্ঠের হৃদয়রাজ্যের রাজ সিংহাসনে ডিনামাইট
বসিয়ে দিলাম!
বুম! ভস্ম সকল অনুভুতির পান্থশালা
ছাইগুলো সব গংগার জলে নিপতিত হোক
আমারই মত কারোর কোন অস্থিত্বই বেচে না থাকুক
আমাকে বুঝবার দায় লইবার টেন্ডার ভরিনে কেউই
তো কি দরকার অযথা নিজের ভাড় ঠেলার অপচেষ্টার
মৃত্যু হোক কলংক ধারার! জনক ডুবে ভেসে যাক
আমাকে তুই এক পাত্র হাশিশ দে!
আমি চিরতরে ভুলে যাই সকল খুটিনাটি
আমি কল্পরাজ্যের নীল সাদা মেঘে নিস্তব্ধ হয়ে যাই..