এখনো আঁধার নামে
চোখজুড়ে ঘুমও আসে,
চোখ বুজলেই পাখি উড়ে যায়,
বিভৎস দৃশ্যে কেপে উঠি
চারদিকে রক্ত আর রক্ত
রক্ত নদীতে ডুবে হাসফাস প্রাণ
কান্নার মিছিলগুলো হই হই রবে যায়


বুকচাপড়ে মা কাদে, ও বাপ! কই তুই
বাবা রয় নিথর,নীরবে অশ্রু ঝড়ে!
চারদিকে বারুদের পোড়া পোড়া গন্ধ
বিষাক্ত বাতাসে শ্বাস নিতে কষ্ট!
নিরাপদ সড়ক চাওয়া হয়ে গেল অন্যায়
শত শত জীবনের নেই কোন দাম নাই
আমার পরান যায় জ্বলে যায় পুড়ে
দেশজুড়ে গুজব আর তামাশার গল্প
সত্য কোথায় সত্য কোথায়
এই স্লোগানে মত্ত!


কি সত্য, কি মিথ্যা
নেই কোন জ্ঞান মোর
আমি চাই সবকিছু
হয়ে যাক পুর্ণ!


আর না ঝড়ুক একটি প্রাণ
আর না কাদুক কোন মা
আর না দেখুক লাশ কোন বাবা
আর না ভিজুক আখি কোন বোনের
আর না হোক হতাশ কোন ভাই..