এই জগতে মানুষ হয়ে জন্মানো এক পাপ
মানুষ নামি মনুষত্বহীন পশুরাই জগতের বাপ
জন্ম হয়ে দাস হয়ে যাই, মৃত্যু ঘটেও দাসত্বে
দাসত্ব যেন অঘোষিত নিয়তি, শৃংখলে বদ্ধ সমাজে
ধর্ম নামের অদৃশ্য শিকল ভাগ করেছে বিশ্বকে
জাত-অজাতের সুর তুলে করছে কতল দিন রাতে
ঢেউ তুলে কেউ সাদা বলে, তাল তুলে কেউ কালো
মানুষ নামি অসহায় জীবগুলো পিষে মরে রঙ দেখে
উঁচুশ্রেণী-নিচুশ্রেণী কত শ্রেণীর প্রাণী তারা
দুর্বলদের খুবলে খেয়ে সবল বনে "সভ্যতা"
তারচেয়ে ভাই পশুই ভাল, ধর্ম তার গদবাধা
ক্ষুদা পেলেই শিকার খুজে পেট ভরলেই দায়সারা
এই জগতে মানুষ হয়ে লাভ কি হলো বলো মোরে
সত্য বললেই ঝুলো ফাসিতে নেই উপায় আর কোন তাতে
মানুষ হয়ে মানুষ মারার কত পন্থা খুজে ফেরে
কারখানাগুলোও উন্নত দেশে তৈরি করে অস্ত্র রে
তুমি বাচো, আমি মরি
আমি বাচি, তুমি মারো
এই খেলা আর কত খেল?
ক্ষুদার জ্বালায় কত মরে পড়ে দ্বারে দ্বারে
এত ক্ষুদা এত অভাব, বুলি তোমার তুমি কার বাপ
নিম্নবিত্ত,মধ্যবিত্ত নাম দিয়ো রক্ত শোষো পেট ভরে
যেথায় তাকাও দেখো ধবংস, কষ্ট আর অত্যাচার
শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে এইতো করেছ সহস্রকাল
কোন ধর্ম শেখায় বলো, "ধরে ধরে মানুষ মারো"
মানুষ মেরে শান্তি কি পাও একটুখানি বলো মোরে.......


-
#মানুষ