একদিন দেখবি, ছেড়ে চলে যাব সব
কোন মায়ার বাধন, রক্তের পিছুটান
আটকাতে পারবেনা এই শরির
যেদিকে দু'চোখ যায় হারিয়ে যাব
রোদ্দুরে কিংবা ঘোর বর্ষায়
নিয়ন বাতির ঘোরলাগা আলো
আমার নরম দিলে কোন ছায়া ফেলবেনা
এই শহর, প্রাঞ্জল জীবন
আমায় আর ছুবেনা
আমি হাটতে থাকব আবিচল
যেখানেই শেষ হবে পথ
ইতি ঘটবে যাত্রার
মহাকালের সকল নিঃসংগতা
আমার পথের সহযাত্রী
দেখিস তুই, আর ফিরবনা আমি
তোর ভালবাসার দহনে জ্বলবনা কভু
তোর চোখের জল রুখতে
পারবেনা আমার গতি
আমি এক আকাশ কষ্ট নিয়ে
পাড়ি  দিব মহাকালের পথে
আমার ছলছলে চোখেরজল পীড়া
দিবেনা তোর সুখ সমুদ্রে
আমার ভালবাসার বিনতি
তোর কর্ণকুহুরে আর বীন বাজাবেনা
তোকে আর জড়িয়ে ধরতে হবেনা
এই বেঢপ শরির
যাকে তুই ঘৃণা করিস জগতের
সব সত্য থেকেও
তোকে আর বলতে হবেনা
ভালবাসি! ভালবাসি!
ভালবাসার মিথ্যা ছল নিয়ে
গড়তে হবেনা কোন ছক
দেখিস তুই, পিছে থাকবনা ফিরে.......
একদিন চলে যাব সব ছেড়ে
মহাকালের পথিক হয়ে মিশে
আদিমতার অরণ্যে
মায়ার গোলক ছেড়ে
সত্যিইই চলে যাব রে..
ভালবাসার দাবি নিয়ে ফিরবনা কভু
সত্যিই ফিরবনা......