তুমি আমায় খোজোনা পথিক এই নিষ্টুর বাস্তবতায়!
আমি তো ডুব দেয়ার ঠান করেছি।
এই মায়ার জগত আমায় বড্ড ভুগিয়েছে!
মুক্তির খোজে আমি চলে যাব বহুদুর!
যেখানে সামান্য সুখের দেখা মিলবে অবুঝ আত্মার!
দেহ না হয় কুড়ে খাবে শিয়াল শকুনের দল
আত্মাতো পথ পাবে অসীমতার!
এই মায়া,ভ্রম, মিথ্যা অভিনয়হীন এক মহাসমুদ্রে
বিকাশ ঘটুক চিরদুখী সত্তার!
কেউ তো থাকুক সমদুখী পাথুরে কাননে!
আমার পথ রোধ করোনা পথিক!
আমাকে মুক্তি দাও নশ্বর সম্পর্কের বেড়াজাল থেকে!
পিছন থেকে ধরোনা হাত, আগলিয়োনা পথ!
আজ ক্ষুদ্র মানবের নিঃশ্বাস নিতেও বড্ড যে অস্বস্তি!
মনে রেখ আমায় বিনিদ্র রজনীতে কিংবা প্রথম ভোরে
যখন তুলো দু'হাত অপার করুণাময়ের পানে
দু'ফোটা নোনা অশ্রু বিসর্জন দিয়ো আমার তরে
না ফেরার দেশ থেকে কৃতজ্ঞতায় বহাব জল
এই ভ্রম জগতের মায়াকান্না ভুগিয়েছে বেশ
আভি আমাকে একটু ঘুমোতে দাও........