একে একে চলে যাব সমাজ ছেড়ে
মায়াকান্নার সব বাধন ছুড়ে
মুক্তির পথচলায় হেটে অধরা
মুশকিল আর কত রবে বাধা
আমাকে শিখিয়েছে সবাই
ভালো থাকার লাখো কোটি উপায়
সুখের জন্য কেন এত সাধনা
দুঃখই হোক কারো দিলের বন্দনা
হাচা মিছার রংগ নাটকে
হার জিতের অসম লড়াইয়ে
রণাঙ্গনের রক্তিম পথসভায়
আমার নামটি মুছে দিও!
ভুলে যেও আমি তুমি আমরা সবাই
আমাদের যার যেই রোল ছুড়ে ফেল সব
কেন মিছেমিছি এই মারামারি
ভুখের যন্ত্রণায় চামড়ার টানাটানি
সব তো নকল,নশ্বর অস্থায়ী আবর্জনা
আমি তুমি সে তারা রবেনা কেউ
কেউ গাইবেনা অমরত্বের গীত
যেতে হবে একদিন ছেড়েছুড়ে সব
মায়ার প্রাসাদ ভেংগে মাটির মন্দিরে
তখন গুণবে কে সে সফলতার দাড়িপাল্লা মেপে
আমার নামটি মুছে দিও কবি কবিতার খাতা থেকে
আমারই জীবন, আমিই হব সব
পাপ পুণ্যের দায়ভারে আমিই হব শঠ
তুমি হও বাবু মোঘলের কালিমশাহী
কিংবা খতরনাক চেংগিস
তাতে কি এসে যায়, উড়বেনা একটা ছেড়া বাল
সকল দাপুটে খোকা, সময়শেষে বনে শুয়োপোকা
হিসাবের খাতা নিয়ে দাড়াতে হবে
মাওলার দরবারে!
মনের খাতায় জমা যত সব অনুভুতি
মান অভিমান ভালোবাসার ক্ষেতাপুরি
দিলাম সব ঝেড়েঝুড়ে আজ
ছুড়ে দিলাম ময়লার ঝুড়িতে, পচুক সব
আমায় নিয়ে খেল পথিক ক্ষণিকের রংগশালায়
আমি ধার ধারিনা আর এসব ভুয়া খেলার
আমার নামটি মুছে দিও পথিক সময়ের অবহেলায়.....