আমাকে প্রশ্ন করেছিলে, আমার ভাবনার আকাশজুড়ে কেন শুধু মেঘ?
আমি বলেছিলাম, বৃষ্টি নামার অপেক্ষায়!
আমাকে প্রশ্ন করেছিলে, আমার অস্তিত্বজুড়ে কেন শুধু হতাশার প্রলেপ?
আমি বলেছিলাম, না পাওয়ার বেদনায়!
আমাকে প্রশ্ন করেছিলে, আমার সব গল্পই কেন দু:খের বীন বাজায়?
আমি বলেছিলাম, দু:খই জীবনের গভীরতা প্রমাণ করে। বেচে থাকাকে অর্থবহ করে।
আমাকে প্রশ্ন করেছিলে, তবে সুখ?
আমি বলেছিলাম,  সুখ! সেতো স্বপ্নের মত! চোখ খুললেই নি:শেষ হয়ে যায়!
তুমি প্রশ্ন করেছিলে, তবে কি দু:খই জীবন?
আমি বলেছিলাম, জীবন সুখ-দুখের উর্ধে!
সুখ-দু:খ জীবনের একটি অংশ!  জীবন নয়!
তুমি প্রশ্ন করেছিলে, জীবন কি?
আমি বলেছিলাম, জীবন কি!  এই উত্তর ই তো খুঁজে বেড়াচ্ছি!
শতাব্দী থেকে সহস্রকাল!