কতটুকু দুঃখ পেলে মুর্ছে যাবে তোমার পৃথিবী
আমায় বল, আমি দুঃখ জোগান দেই!
সর্বনাশা সমাপ্তির পর এসো কন্ঠে কন্ঠ মেলাই!
দুঃখ! এবার হয়েছে বেশ, ফিরার পথ খুজো!
এখানে মিলবেনা আর কোন সিকি পয়সাও!
আমরা সর্বহারা উদ্বাস্তু ভালোবাসার দেউলিয়া!
আমাদের জগতজুড়ে সর্বত্র তোমার আগ্রাসী বিস্তার!


কতটুকু সুখ পেলে অর্থহীন বেচে থাকা অর্থপুর্ণ হবে
আমায় বল, আমি সুখ জোগান দেই!
তোমার সুখের দাস্তান অপুর্ব এক নাম পাক!
সুখের ভেলা ভাসিয়ে তুমি সাতরে বেড়াও দূর বহুদুর!
তোমার জমে থাকা সব দুঃখ নিয়ে আমি প্রস্থান নেই অন্তর্জগতের বাইরে!
তুমি মুক্ত জীবনে সুখকে সংগী করে বেচে থাকো নির্বেঘ্নে!
শুধু কথা দাও পরম বিশ্বাসে, দুঃখ হয়ে ছোবেনা কভু ললাট!
সুখরাজ্যেই বিস্তার ঘটুক অবিনাশী সত্তার!
আমার বিদায় ঘটুক, চিরবিদায়......