আমি ঢিম ঢিম বুকে অপেক্ষা করি সেকেন্ডের কাটা ধরে
কখন না যেন শেষ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়
আমি বঞ্চিত হই নির্মোহকালের প্রতীক্ষার সফলতা বিনে
আমার ক্ষুদ্র অস্তিত্বে যে অসীম যাতনার অশ্রু ধারণ করে আছে
আঁধারের জগতে ঠাই অবিচল যে মুহুর্তের সন্ধিক্ষণে
জগতের সব অনু পরমানুর বিনম্র ঘর্ষনে
আমি কাতর বিমর্ষচিত্তে অনুভুতির মহাসমুদ্রে
কাল মহাকালের যে অজস্র দুঃখের সারি এ হৃদয়ের
বজরায় ধারণ করে প্রতিকুলতার মোকাবেলায়
ক্ষীন একটি আশার রাহে, সুন্দর একটি ভবিষ্যতের
কামনায় পিপাসার্তের ন্যায় কাতর তাকিয়ে রয়!
এতে আমার কি দোষ, বল না অনুপমা!
আমি কি হতে চেয়েছি বিরহ রাজ্যের নিশাচর পাহারাদার?
প্রতি রজনীতে কেন এই অভিশাপ বয়ে বেড়াতে হয়!
এই শ্বাপদ বর্ষণে প্রতিকুল আমার অস্তিত্বছুয়ে সকল ছায়াও!
এই রুপবতী বসুন্ধরায়, যেথায় সৃষ্টি বাচে মমতার ছোয়ায়
আমি কি অধিকার রাখিনা শ্রান্তিহীন শান্তি নিদ্রার!
বলনা নিরুপমা, কেন অজস্রকাল ধরে বয়ে যাচ্ছি এই অবহেলা
আমার অসহায়েত্ব একটু কি জাগেনা করুণাধারা.......
আমার নিস্তেজ দেহ যখন কুকুড়ে যায় শাস্তির কোপানলে
বারবার দিবা নিশি নিদ্রা জাগরতে ক্ষমা চায় তীব্র দহনজ্বালায়
তখনও কি তোমার একটুও মন কাদেনা মহুয়া?
খুব জানতে ইচ্ছে করে, জানিয়ে যেয়ো সময়ের সীমানায়
না হয় একদিন দুমড়ে মুচড়ে তুমিও ভাসবে নিষ্ঠুর অসীমতায়.....