সে এলো ধীরে,
কত দিন পরে,
শত রাত শেষে
এলো মোর ধারে।


মিষ্টি কথার ছলে
খবরটুকু জেনে
ভালো আছি বলে
গেল চলে হেসে


সে এলো ধীরে
আশার আলো জ্বেলে
নিয়ন বাতির মোহে
স্বপ্নে ভেসে ভেসে


কাজলহীন চোখে
নেশায় ভেংগে চুড়ে
খুশির দ্যোতি ভেবে
নিলাম কাছে টেনে


সুখের পালকি চড়ে
মোহের আবেশ মুছে
ফেলানো হাত রুখে
বলে গেল মোরে


আমি এলুম দেখতে
বেচে আছ কি জানতে
ফেরার জন্য না গো
বিদায় নিবো বলে
চিরতরের তরে


অশ্রুভেজা চোখে
বুকে পাথর চেপে
মুখে হাসি টেনে
দিলাম বলে তারে


যাও! পাখি উড়ে
যেথায় মন টানে
আত্মার বন্ধন মেলে
সুখের নীড় জুড়ে


সে গেলো চলে
আনন্দের বীন বাজিয়ে
আমায় একলা রেখে
জনশুন্য প্রান্তরে!


এই তেপান্তরে
অজস্র কষ্টের মালা গেথে
আমি পথিক ধীরলয়ে
দীর্ঘশ্বাসের আচল বেধে
চললাম অসীম পথে..


সে এলো ধীরে