তোমাকে নিয়ে ওভাবে কখনো ভাবিনি
ভেবেছি জীবনের পাশে থাকা নির্ভরযোগ্য সাথী
কিন্ত কখন যে তুমি অজান্তে মনের ও বুদ্ধির জগতে বিস্তার করে ফেলেছ, বুঝতেই পারিনি
তোমার মমতা, ভালোবাসা, প্রচন্ড মায়া
আমার অন্তর্জগতে শাখা-বিশাখার মত কবে
যে ছাড়িয়ে গেছে সব!
আমার জগতের অভেদ্য রহস্যময় তুমি!
যখন খুব একা হয়ে পড়ি, নিঃসংগতা কুড়ে কুড়ে খায়, তখন প্রশান্তির জন্য সবার আগে যে নামটি মনে আসে, সে "তুমি"
যখন খুব আনন্দে থাকি, একটা শুভ সংবাদ শুনি, সর্বপ্রথম চিৎকার করে যে মানুষটা বলতে ইচ্ছে করে সে "তুমি"
যখন খুব উদাস থাকি, কারোও কাদে মাথা রাখতে ইচ্ছে করে, কাউকে জড়িয়ে চিতকার করে কাদতে ইচ্ছে করে, সে "তুমি"
যখন খুব বিপদ ঘনিয়ে আসে, চারদিকে উত্তাল পরিবেশ, যে মানুষটার নিরাপত্তার চিন্তা সবার আগে আসে, সে কে জানো?
সে তুমি!
যার সাথে প্রতিভোড়ে সুর্যদোয় দেখতে ইচ্ছে করে, যার নরম হাত মুষ্টির মাঝে শক্ত করে পবিত্র ভোরের হাওয়ায় গা জুড়াতে ইচ্ছে করে, সে"তুমি"
যার কোলে মাথা রেখে তার নরম হাত আমার চুলের বিনির সাতরে বেড়ানোর উঞ্চ স্পর্শ পেতে ইচ্ছে করে, সে "তুমি"
এখন বল, এটা কি প্রেম?
এখন বল, আমি কি তোমাকে ভালোবাসি?
জোছনারাতে ভরা পুর্ণিমায় নীল শাড়িতে যার হাত ধরে জোছনা উপভোগ করার শখ জাগে, সে"তুমি"
যার মুখে রবীন্দ্র সংগীত চোখ বুজে উপলব্ধি করতে ইচ্ছে করে, সে"তুমি'
এখন বল, আমি কি তোমার প্রেমে পড়েছি?
যদি পড়ে থাকি, তবে খুব অপরাধ করে ফেলেছি?