দিনভর "তাকে বলে দিও" স্ট্যাটাস পড়লাম
কত মানুষের রংবেরংয়ের অনুভুতি
সুখ দুখ ইচ্ছে কান্না স্মৃতির গল্প
আমারও খুব ইচ্ছে হল কারো জন্য কিছু লিখি
অনেক দিবস বাদে কারো জন্য কলম হাতে নেই
কারো জন্য মনের অব্যক্ত অনুভুতি সাজাই
কেউ পড়ে একটু হাসুক, কিংবা একফোটা জল মুছুক
কিন্তু কার জন্য লিখব দু'কলম!
কলমে কালিও মনের অভিব্যক্তি সবই অর্থহীন
এই বাস্তবতার রাজ্যে আবেগ বিলাসিতা
আমায় বল তুমি, এমন অভিশাপে কেন আমি!
তোমাকে পাগলের মত ভালোবাসা এত গুরুতর
অপরাধ?
তোমার সাথে বাচতে যাওয়ার স্বপ্ন কি খুব বেশি?
মৃত্যু মানুষকে একবারেই যাতনা থেকে মুক্তি দেয়
অথচ আমি প্রতিদিন মরি সহস্রবার
তুমিহীনতায় অপুর্ণ এই মানবসত্তা
আমায় ক্ষমা করে দিও ভালোবাসা নামক
গুরু পাপের! আমি এই পাপে ডুবে থাকতে চাই
তুমি আমায় ঘৃণা করো, যতটা ঘৃণা কোন মানবকে করা যায়
তবুও তোমার মনে আমার জন্য কোন অনুভুতি থাকুক
তোমার মনের পাতায় আমার নামটি জীবন্ত থাকুক
কখনো জোছনা রাতে চাদের আলোয়
তুমি ভেবো বোকাটার কীর্তি!
আমি অন্ধকার কবর থেকে চিতকার করে বলব,
"তাকে বলে দিও" আমি আজও ভালোবাসি
প্রথম দিনের মতই...