তুমি আসবে বলে বসে আছি এই নির্জন ছাদে
অপেক্ষার প্রহর কাটছে খুব মন্থর
আমি চেয়ে আছি নিরলস একটু দেখব বলে
মহুয়া শুনছ তুমি! দেখছ কি চন্নিপসরে
এভাবেই আমি বসে থাকি অপেক্ষায়
তোমায় এক পলক দেখার লোভে
তুমি কি বোঝোনা আমার হৃদয়ের ব্যাকুলতা
আমার চোখের আকুলতা! গহীন আকাঙ্ক্ষা
আমার হৃদয়ের ঢিপঢিপ উঠানামা
তোমার হৃদয় পিঞ্জরে একটু ঝড় বয়েনা
আমার সংগী দূর আকাশের নিঃসংগ চাদনী
তুমি না এলেও সে আছে সাথে আখের তাক
তুমি আজ এসো এই নিরব প্রহরে
খুলে দিব মনের সব বদ্ধ দোয়ার
শব্দের বন্যা বয়ে দিব উড়িয়ে দিব আবেগ ঘুড়ি!
ভাসমান হাওয়া বয়ে নিবে রাঞ্জার প্রেম
ওহে হীর! তুমি আসবে বলে, তুমি আসবে কি!
এই নিশুতি রাতে আমি ইশকের সুরমা মেখে
অনুভুতির ঝুড়ি নিয়ে লিখতে বসেছি
আমার মোহাব্বাতের আফিম পানে
তুমি ভুলে যাও জগতের সব মোহ!
গ্রহণ কর এই মজনুর ইশকের লেফাফা!
ওহে লায়লি! তুমি আসবে তো!